ভারতে কৃষি আইন সংস্কারের দাবিতে দেশজুড়ে কৃষকদের ‘বন্ধ’ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের সাথে তিন দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর, মঙ্গলবার শুরু হয় পূর্বঘোষিত এ ধর্মঘট।
গেলো ১২ দিন ধরে দিল্লিতে চলছিল সারা ভারতের কৃষকদের অবস্থান ধর্মঘট। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অবস্থানের কারণে প্রায় দু’সপ্তাহ ধরে কার্যত অচল রাজধানী। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি, ভারতের প্রধান বিরোধী কংগ্রেসসহ কমপক্ষে ১৫টি দল কৃষকদের এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।
৯ ডিসেম্বর আবারও সরকারের সাথে আলোচনায় বসবেন কৃষক নেতারা। কৃষিখাতে বেসরকারি প্রভাব বিস্তারের লক্ষ্যে বিজেপি সরকারের ৩টি বিল নিয়ে মুখোমুখি অবস্থানে কৃষকরা।
Leave a reply