যুক্তরাজ্যে আজ থেকে করোনা প্রতিরোধে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। বিশ্বের প্রথম দেশ হিসাবে, সর্বসাধারণ পাচ্ছে ভ্যাকসিন গ্রহণের এ সুযোগ।
দেশজুড়ে ৭০টি হাসপাতাল অংশ নিচ্ছে গণ-টিকাদান কর্মসূচিতে। দিনটিকে, ‘ভি-ডে বা বিজয় দিবস’ হিসেবে আখ্যা দিয়েছে সরকার। প্রথমেই ভ্যাকসিন পাবেন ৮০ বছর বা তারচেয়ে বয়স্ক ব্যক্তিরা এবং তাদের দেখাশোনা করা চিকিৎসাকর্মীরা। নিউক্যাসেলের বাসিন্দা ৮৭ বছরের ভারতীয় বংশোদ্ভুত ডক্টর হরি শুকলা প্রথম গ্রহণ করছেন ফাইজার-বায়োএনটেকের টিকাটি, সাথে থাকছেন তারঁ স্ত্রীও।
অবশ্য- স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডে চিকিৎসক এবং স্বাস্থ্যসেবাকর্মীরাই প্রথম পাবেন ভ্যাকসিন। ৮ লাখ ডোজের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করলো বরিস জনসন সরকার। ২১ দিনের ব্যবধানে দিতে হবে দুটি ডোজ। প্রতিষ্ঠানগুলোর থেকে মোট ৪ কোটি ভ্যাকসিন ডোজ কিনেছে ব্রিটেন।
Leave a reply