Site icon Jamuna Television

কুষ্টিয়ার চাঞ্চল্যকর শহীদুল হত্যার রহস্য উদঘাটন

তিন বছর পর কুষ্টিয়ার চাঞ্চল্যকর শহীদুল হত্যার রহস্য উদঘাটন করেছে সিআইডি। হত্যাকাণ্ডের মূল হোতা রোজিনা আক্তার ও তার স্বামী মোমিনকে গ্রেফতারও করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মালিবাগে সিআইডির কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিআইজি শেখ নাজমুল আলম। তিনি বলেন, গত ২২ নভেম্বর রোজিনাকে কুষ্টিয়ার পলাশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে সোমবার রাতে নরসিংদী থেকে গ্রেফতার করা হয় মোমিনকে।

নাজমুল আলম বলেন, রোজিনাকে ফোন দিয়ে বিভিন্ন সময় বিরক্ত করতো নিহত শহীদুল। বিষয়টি রোজিনা তার স্বামী মোমিনকে জানালে দু’জন মিলে শহীদুলকে হত্যার পরিকল্পনা করেন। সেই ধারাবাহিকতায় শহীদুলকে ডেকে এনে গলা কেটে হত্যা করেন তারা। আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

Exit mobile version