নিলামে উঠলো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’। অবশ্য বিক্রির জন্য নয় বরং খুব কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করবেন নিলামজয়ী।
ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে থাকা রহস্যেঘেরা ‘মোনালিসা’ বরাবরই আবিষ্ট করে দর্শকদের। ১৯৫৬ সালে চিত্রকর্মটির ওপর এসিড মারার চেষ্টা করা হয়। সেবছরই আরেক দর্শক ছুঁড়ে মারেন পাথর। করা হয় শিল্পকর্মটি চুরির চেষ্টাও। এরপরই বুলেটপ্রুফ কাঁচের বাক্সে ঢোকানো হয় ‘মোনালিসা’কে। তবে করোনা মহামারি মোকাবিলায় অর্থ-সংগ্রহের জন্য এবার সেটি তোলা হলো নিলামে।
এছাড়া, ল্যুভর মিউজিয়ামের ছাদ থেকে আইফেল টাওয়ার ও নটরডেম দর্শনের সুযোগও তোলা হবে নিলামে। বিখ্যাত শিল্পীদের দান করা চিত্রকর্মও থাকছে তালিকায়। পিয়েরে সোলাগেসের বেশকিছু তৈলচিত্র, বিখ্যাত ঘড়ি নির্মাতা ভ্যাশেরন কনস্টানটাইনের দান করা পণ্যেও নিলামে তোলা হবে।
ইউএইচ/
Leave a reply