বঙ্গবন্ধুর-সহ দেশের সব ভাস্কর্য ভাঙা ও অবমাননার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সব ভাস্কর্য রক্ষায় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন।
ভাস্কর্য, ম্যুরাল, মনুমেন্ট ও স্ট্যাচুর বিষয়টি স্পষ্ট করে গণমাধ্যমে বিবৃতি দিতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমামকে ইসলামের দৃষ্টিতে বিষয়টি মুসল্লিদের কাছে ব্যাখ্যা করার নির্দেশনাও দেয়া হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
ইউএইচ/
Leave a reply