শুটিং শেষে নায়িকা জানলেন তার করোনা

|

শুটিং শেষে নায়িকা জানলেন তার করোনা

করোনার প্রাথমিক ধাক্কার পর অক্টোবর থেকে বলিউডে শুরু হয়েছে শুটিং। ঠিকঠাক মতো কিছু ছবির দৃশ্যায়নও শেষ হয়েছে। কিন্তু গত কিছু দিনে বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝে তারকা ফটোগ্রাফার বিরাল ভয়ানি সূত্রে জানা যায়, কৃতী শ্যানন কোভিড পজেটিভ। যদিও বলিউড অভিনেত্রী নিজে কিছু জানাননি এখন পর্যন্ত। খবর-আনন্দবাজার পত্রিকা।

এক সপ্তাহ আগে অভিনেতা বরুণ ধাওয়ান ও নীতু কাপুর কোভিডে আক্রান্ত হয়েছেন। নভেম্বর থেকে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শ্যুটিং চলছিল চণ্ডীগড়ে। বরুণ ধাওয়ান, নীতু কাপুর, কিয়ারা আদভানি ও অনিল কাপুর’সহ গোটা কাস্ট ও ক্রিউয়ের করোনা পরীক্ষা করা হয়েছিল। কিয়ারা ও অনিল কাপুরের রিপোর্ট নেগেটিভ এলেও বরুণ ও নীতুর রিপোর্ট পজেটিভ আসে।

সেই চণ্ডীগড়েই রাজকুমার রাওয়ের সঙ্গে নতুন ছবির শ্যুটিং চলছিল কৃতীর। গত সপ্তাহেই চণ্ডীগড় থেকে ফিরেছেন তিনি।

ভয়ানি লিখেছেন, ‘সকল প্রকার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিল কৃতী। কিন্তু একেই বলে দুর্ভাগ্য। সম্প্রতি তিনি চণ্ডীগড় থেকে মুম্বাই ফিরেছেন। যেখানে তিনি আগামী ছবির শ্যুটিং করছিলেন রাজকুমার রাওয়ের সঙ্গে। এমনকি কৃতী আমাদের বলেছিলেন যে, এক মুহূর্তের জন্যেও মাস্ক খুলে রাখতে চান না তিনি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply