মার্কিন মুলুকে বসে ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছেন প্রিয়াঙ্কা! মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এ কারণে ট্রোলের মুখে দেশি গার্ল। খবর আনন্দবাজার পত্রিকার।
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মূলত আমেরিকাতেই থাকেন। কিন্তু শেকড় ভারতে ঘটে চলা বিভিন্ন ইস্যু নিয়ে ওয়াকিবহাল তিনি।
গত ২৩ দিন ধরে নতুন কেন্দ্রীয় আইন নিয়ে তোলপাড় দিল্লি। কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রোববার তিনি টুইট করেছিলেন, কৃষকরা খাদ্য-সেনা। তাদের সমস্যা শুনতে হবে। তাদের দাবি মেটাতে হবে। খুব দেরি হওয়ার আগেই এই বিষয়টির সমাধান করা উচিত। তাতেই রক্ষা হবে গণতন্ত্র।
দু’দিন ধরে তার কমেন্ট বক্স উপচে পড়ছে কমেন্টে। কেউ কেউ প্রিয়াঙ্কার কাছ থেকে এ রকম টুইট পেয়ে খুব খুশি।
আবার অনেকের বক্তব্য, আগে দেশে আসুন। তারপর কৃষকদের নিয়ে কথা বলবেন।
কেউ আবার পিয়াঙ্কার একটি ছবি ও একজন কৃষকের ছবি পাশাপাশি কোলাজ করে পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর সামনে টেবিল ভরা খাবার। আর অন্য দিকে শূন্য হাতে বসে রয়েছেন কৃষক।
Our farmers are India’s Food Soldiers. Their fears need to be allayed. Their hopes need to be met. As a thriving democracy, we must ensure that this crises is resolved sooner than later. https://t.co/PDOD0AIeFv
— PRIYANKA (@priyankachopra) December 6, 2020
Leave a reply