মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার কারণে নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ৩টি ফেরি আটকা পরেছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করে করে জানান, পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। ফলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে ফেরি বন্ধ হওয়ায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পরেছে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
Leave a reply