আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো স্যাবেইলা ৬৬ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি। দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর দিন তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
বুয়েনস আয়ার্সে জন্মগ্রহণকারী সাবেলা ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছিলেন। টুর্নামেন্টের পরে পদত্যাগ করার আগে তিনি ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে মেসিদের পরামর্শক হিসেবে কাজ করেছেন আলেহান্দ্রো স্যাবেইলা।
#Video Un año muy difícil para el #fútbolargentino y para la #SelecciónArgentina: a los 66 años falleció el último técnico en llevar al equipo nacional a la final de la Copa del Mundo, Alejandro Sabella.https://t.co/osHV55wLot
— ESPN Argentina (@ESPNArgentina) December 8, 2020
Leave a reply