ফ্রান্সের আল্পস পর্বতমালায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে পাঁচ আরোহীর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাইলটকে।
মঙ্গলবার প্রায় ৬ হাজার ফুট উঁচু থেকে বোনভিলার্ড শহরের কাছে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ফ্রান্সের বেসরকারি সার্ভিস এরিয়ান ফ্রান্সিজ মালিকানাধীন হেলিকপ্টারটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল।
ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারান পাইলট। আরোহীদের সন্ধানে তিনটি হেলিকপ্টারে করে ৪০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হলেও কুয়াশার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি তারা। পরে পায়ে হেঁটে পাইলটের সন্ধান পায় উদ্ধারকারী আরেকটি দল।
ইউএইচ/
Leave a reply