পালস জেট ইঞ্জিনের শক্তি সম্পন্ন উচ্চ গতির ড্রোন তৈরির চেষ্টা করেছিল আইএস জঙ্গিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভূখণ্ডে ফেলা ভি-ওয়ান বোমায় ব্যবহার করা হয়েছিল এ ধরনের জেট ইঞ্জিন।
কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের গবেষণা প্রতিবেদনে বলা হয় এ কথা। মধ্যপ্রাচ্যে খেলাফত ঘোষণার পর জঙ্গি-গোষ্ঠীটির অস্ত্র সংগ্রহ ও তৈরির বিস্তারিত তথ্য উঠে এসেছে এ গবেষণায়।
জানা গেছে, অস্ত্র আধুনিকায়ন ও উৎপাদনে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছিল আইএস। এর আগে বিশ্বের অন্য কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর এতোটা সক্ষমতা ছিল না বলে জানিয়েছেন প্রধান গবেষক মাইক লুইস।
২০১৪ সালে ইরাক-সিরিয়ার ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে খেলাফত ঘোষণা করে আইএস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের দীর্ঘ অভিযানে অঞ্চলটি জঙ্গিমুক্ত হয় ২০১৯ সালে।
ইউএইচ/
Leave a reply