স্বাস্থ্যবিধি না মেনে শুধু ভ্যাকসিনে করোনা মোকাবিলা সম্ভব নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

স্বাস্থ্যবিধি না মানলে শুধু ভ্যাকসিন দিয়ে মহামারি মোকাবিলা সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার অব্যাহত বিস্তারকে সেকেন্ড বা থার্ড ওয়েভ বলে আলাদা করার সুযোগ নেই। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলাই সর্বোত্তম উপায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, মহামারি পরিস্থিতিতে ভ্যাকসিনের দরকার নিশ্চয়ই আছে। কিন্তু রোগের বিস্তারের পথে প্রতিরোধ গড়ে তোলা অনেক দূরের ব্যাপার। শারীরিক দূরত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাস্ক পরা, সঠিকভাবে রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত নিশ্চিত করা গেলেই কেবল করোনার সংক্রমণ বৃদ্ধি রোধ করা সম্ভব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply