অনেক বাধা মোকাবিলা করে নারীদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। তারই ধারাবাহিকতায় নারীরা শিক্ষা এবং কর্মসংস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ জনকে এ সময় রোকেয়া পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নারী পুরুষের সমান অংশ গ্রহণে দেশ এগিয়ে যাচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলেন ধরেন তিনি। বলেন, সমাজের সব ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরিতে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ।
ইউএইচ/
Leave a reply