শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার

|

শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় আড়াই শ’ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার হয়েছে।

বুধবার বিকেলে সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক।

বোমাটি নিষ্ক্রিয় করতে ময়মনসিংহ ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিকামী মানুষকে হত্যার জন্য এ বোমাটি নিক্ষেপ করা হয়েছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply