বিতর্কিত ৩টি কৃষি আইনে আংশিক সংস্কারের প্রস্তাব প্রত্যাখান করেছে ভারতীয় কৃষকরা

|

বিতর্কিত ৩টি কৃষি আইনে আংশিক সংস্কারের প্রস্তাব প্রত্যাখান করলো, আন্দোলনরত কৃষকরা। সংস্কার নয়, আইন তিনটি পুরোপুরি বাতিলের দাবি তাদের।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। মঙ্গলবার রাতে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে আলোচনায় আসেনি সমঝোতা। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে দেয়া কৃষি আইনে সংস্কারের প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। তবে, সরকারের তরফ থেকে দেয়া লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা করছেন তারা।

এদিকে, আজ সরকারপক্ষের সাথে ষষ্ঠ দফা বৈঠকের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে, ১৪ দিন ধরে, রাজধানী দিল্লির কাছে অবস্থান করছেন, কৃষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply