ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন মানবশরীরে ৯৫ শতাংশ কার্যকর; এমনটা নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। খুব শিগগিরই আসতে পারে ব্যবহারের অনুমতি।
গণমাধ্যমের ইঙ্গিত, বৃহস্পতিবারই সিদ্ধান্ত জানাতে পারে মার্কিন প্রশাসন। এর আগে, প্রশাসনের সাথে বৈঠকে নিজেদের ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্ব-প্রতিক্রিয়ার প্রতিবেদন তুলে ধরে ফাইজার। তাদের বক্তব্য, ২১ দিনের ব্যবধানের দুটি ডোজ প্রয়োগ করতে হবে। যদিও, প্রথম ডোজই শরীরে করোনার বিস্তার ৮৯ ভাগ আটকে দিতে সক্ষম।
মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, মাথা-পেশীতে ব্যাথা এবং অবসাদ অনুভূত হয় টিকাগ্রহণের পর। তবে, এ পার্শ্বপ্রতিক্রিয়া সহনীয়।
Leave a reply