সাড়ে ৮ ঘণ্টা পর ফে‌রি চলাচল শুরু

|

সাড়ে ৮ ঘণ্টা পর ফে‌রি চলাচল শুরু

ঘন কুয়াশায় দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মুন্সীগঞ্জে বৃহস্পতিবার মধ্য রাত থেকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি, স্পীড বোট ও লঞ্চ বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বন্ধের সময় দুই ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।

এদিকে, বৃহস্পতিবার রাত ১টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়লে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে আটকা পড়ে শত শত যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে দুর্ঘটনা এড়াতে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে শতাধিক যানবাহন আটকা ছির ঘাটে। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply