বিশ্বের প্রথম দেশ হিসেবে চীনা ভ্যাকসিন ‘সিনোভ্যাক’ অনুমোদন দিলো আমিরাত

|

বিশ্বের প্রথম দেশ হিসেবে চীনের উদ্ভাবিত ‘সিনোভ্যাক’ ভ্যাকসিনে অনুমোদন দিলো সংযুক্ত আরব আমিরাত। করোনা প্রতিরোধে টিকাটির ৮৬ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে।

বুধবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়, উপসর্গ মৃদু থেকে মাঝারি বা গুরুতর হওয়া ঠেকাতেও শতভাগ কার্যকর এ টিকা।
পারস্য উপসাগরীয় দেশটিতে জুলাইয়ে শেষ হয় সিনোভ্যাকের তৃতীয় ও শেষ ধাপের ট্রায়াল। যাতে অংশ নেন ৩১ হাজার স্বেচ্ছাসেবক। মানবদেহে এটি প্রয়োগে গুরুতর কোনো স্বাস্থ্যঝুঁকিও ধরা পড়েনি।

জরুরি ব্যবহারের জন্য চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ বা সিনোফার্মের টিকাটিকে সেপ্টেম্বরে অনুমোদন দেয় আমিরাত প্রশাসন। এতোদিন দেশটিতে কেবল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই পেয়েছেন এ টিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply