ইরাকের কিরকুকে দুটি তেলক্ষেত্রে হামলা চালিয়েছে জঙ্গিরা। বুধবার এই ঘটনা ঘটে।
বিবৃতিতে ইরাকি কর্তৃপক্ষ জানায়, হঠাতই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন দেশটির স্বররাষ্ট্রমন্ত্রী। হামলার পরপরই তেলকূপগুলোতে আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পরে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। সরিয়ে নেয়া হয় সেখানে থাকা কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি যোগ দেয় সামরিক বাহিনীর সদস্যরাও।
তবে হামলার সাথে কারা জড়িত সেই বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। তেলক্ষেত্র দুটিতে প্রতিদিন প্রায় ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হতো।
Leave a reply