উইঘুরদের উপর নিপীড়ণের প্রতিবাদে হুয়াওয়ের সাথে চুক্তি বাতিল করলেন গ্রিজম্যান

|

চীনে সংখ্যালঘু মুসলিম- উইঘুরদের ওপর নিপীড়ণের প্রতিবাদে দেশটির মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান- হুয়াওয়ের সাথে সম্পর্কছিন্ন করলেন বার্সেলোনার ফরাসি স্টাইকার আতোয়াইন গ্রিজম্যান।

বৃহস্পতিবার, নিজের ইন্সটাগ্রামে এ বিষয়ক পোস্ট দেন এই ফুটবলার। তাতে হুয়াওয়েকে আহ্বান জানান, গণনির্যাতন বন্ধে জিনপিং সরকারকে সহযোগিতা না করার। এছাড়া, সমাজে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করার আমন্ত্রণ জানান টেলিকমটিকে।

‘ফেসিয়াল রিকগনিশন’-এর জন্য ‘উইঘুর অ্যালার্ট’ নামে একটি সফওয়্যারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির। যদিও, বরাবর এ দায় অস্বীকার করেছে হুয়াওয়ে। এরই ধারাবাহিকতায়, দীর্ঘদিনের স্পন্সর- হুয়াওয়ের সাথে সম্পর্কছিন্ন করলেন এ ফুটবল তারকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply