উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। শেষ ষোল নিশ্চিত করা আর্সেনালের কাছে ৪-২ গোলে হেরেছে ডানডাক। সহজ জয় পেয়েছে নক আউট পর্ব নিশ্চিত করা আরেক দল লেস্টার সিটিও।
দুই ম্যাচ হাতে রেখেই শেষ ১৬ নিশ্চিত করা আর্সেনাল মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবলে মন দিয়েছিলো। তার ফল হিসেবে প্রতিপক্ষের জালে বল জরিয়ে সতীর্থদের আনন্দে মাতিয়েছিলো এডুয়ার্ড। ১২ মিনিটে দলকে গেল উপহার দিয়ে ১-০ তে লিড এনে দেন আর্সেনালকে। ১৮ মিনিটে আবারো প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন এলনেন। ব্যবধান দ্বিগুণ হলেও ডানকাকের হয়ে গোল পরিশোধ করেন ফ্লোরেস।
ম্যাচের ৬৭ মিনিটে উইললক আর ৮০ মিনিটে বালোগানের স্কোরে আর্সেনাল এগিয়ে যায় ৪-১ গোলে। ৮৫ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেও দলকে জেতাতে পারেনি হোয়ার। ফলে ৪-২ এর হার নিয়ে মাঠ ছাড়তে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচ জেতা একমাত্র দল এখন আর্সেনাল।
এদিকে জি গ্রুপ থেকে লেস্টার সিটি মাঠে নেমেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবার জন্যই। স্পোর্টিং ব্রাগার সাথে সমান পয়েন্ট নিয়ে থাকা লেস্টার ১২ মিনিটেই লিড নেয় চেঙ্গিজ উন্ডারের গোলে। ২ মিনিটের ব্যবধানেই বার্নেসের এথেন্সের বিপক্ষে ২-০তে এগিয়ে যায় তারা।
ম্যাচের বাকী সময় আর কোন গোল না হওয়ায় জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে ওঠে স্পার্স। সমান ১৩ পয়েন্ট পাওয়া ব্রাগার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে লেস্টার সিটি।
Leave a reply