আমন ধানের চাল বাজারে এসেছে। কিন্তু দরে কোন ইতিবাচক প্রভাব নেই। ব্যবসায়ীদের অভিযোগ, মিলারদের কারসাজির কারণে খুচরা পর্যায়ে দর কমছে না।
রাজধানীতে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গেল এক সপ্তাহ ধরে বাড়তি দরেই স্থির হয়েছে মিনিকেট। পাইজাম ও বিআর-২৮ জাতের চাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। আর মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হয়েছে ৪৮ টাকায়। বাজারে সরবরাগের ঘাটতি নেই।
তবে বিক্রেতাদের দাবি ধানের দাম বেশি থাকায় চালের দরে এখনও ইতিবাচক প্রভাব পড়েনি।
ক্রেতারা বলছেন, তদারকি কার্যক্রমে সরকারি সংস্থার উদাসীনতা রয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন পাইকার ও মিলাররা।
Leave a reply