করোনায় মারা গেলেন কিম কি দুক

|

করোনায় মারা গেলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

১১ ডিসেম্বর সকালের দিকে লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খ্যাতিমান এই নির্মাতা ওই হাসপাতালেই করোনার চিকিৎসা নিচ্ছিলেন।

কিম কি দুক ১৯৬০ সালের ২০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় জন্ম গ্রহণ করেন। নির্বোধ শিল্প-সিনেমার কাজকর্মের জন্য বেশি সুপরিচিত তিনি। তার চলচ্চিত্রগুলি তাকে গুরুত্বপূর্ণ সমসাময়িক এশিয়ান চলচ্চিত্র পরিচালক হিসাবে পরিণত করেছে।

কিম মেজর ফেস্টিভাল পুরস্কারে পিটারের ৬৯তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে গোল্ডেন লিয়ন, ৬১তম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের সেরা পরিচালক হিসেবে সিলভার লিয়ন, সামারিয়ার জন্য ৫৪তম, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কারের জন্য ৩-আয়রন ও সিলভার বিয়ার পুরস্কার পেয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply