জরিমানা বা শাস্তি দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা সম্ভব নয়; প্রতিরোধে দরকার গণসচেতনতা বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর এফডিসি প্রাঙ্গণে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, টিকা নিয়ে তাড়াহুড়ো করে ব্যবসায়ীদের লাভবান করছে সরকার।
ছায়া সংসদে উঠে আসে করোনাকালীন স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন তর্ক-বিতর্ক। বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যয়ের লাগাম টানতে সরকারের নজরদারির দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় নিয়ে জনসচেতনতামূলক এই ছায়া সংসদে তুলে ধরা হয় সরকারের সচেতনতামূলক কর্মকাণ্ড ও পদক্ষেপ। আবার করোনাকালীন স্বাস্থ্যসেবার দর্শন চিত্রও উঠে আসে বিরোধী দলের বিতর্কে।
ইউএইচ/
Leave a reply