সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ শহরের হাসন নগরে পাথর দিয়ে মাথা থেঁতলে চার বছরের শিশু এনামুল হক মুসাকে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিশুর চাচা নূর হোসেন।
মামলায় এক মাত্র আসামি করা হয়েছে ঘাতক আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে (২৮)।
সে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বাসিন্ধা।
এদিকে, ঘাতক আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে থানা হাজত থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব নূরের তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ বলেন, আদালতে তোলা হলে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
শুক্রবার দুপুরে এনামুল হক মুসাকে পাথর দিয়ে থেঁতলে আব্দুল আলিম ওরফে ওমর ফারুক আহত করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ নেয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে ঘাতককে আটক করে স্থানীয়রা।
ইউএইচ/
Leave a reply