আফিফ-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে ঢাকাকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বরিশাল

|

দুই তরুণের ব্যাটিং তাণ্ডবে পাল্টে গেলো ম্যাচের চিত্র। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাঁচামারার লড়াইয়ে ঢিমেতালে শুরু করেও শেষ পর্যন্ত ঢাকাকে ১৯৪ রানের বড় টার্গেট দিয়েছে তামিম ইকবালের বরিশাল। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৩ রান করে বরিশাল।

অথচ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা বেশ মন্থরগতির ছিল দুই অপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানের। ১৭ বলে ১৯ রান করে তামিম ফিরে গেলেও ক্রিজে ছিলেন সাইফ। ওয়ানডে মেজাজে খেলা সাইফ করেন ৪৩ বলে ৫০ রান। এরপর দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ ইমন সচল রাখতে পারেনি রানের চাকা। ১৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি।

এরপর আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডব। তাদের ব্যাটে খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে বরিশাল। ২৫ বলে ৫০ রান করেন আফিফ। ইনিংস সাজিয়েছেন ৫টি ছয় ও একটি চার দিয়ে। তার সঙ্গী হৃদয়ও যেন আরও আক্রমণাত্মক। মাত্র ২২ বলে ৫১ রান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ তরুণ। ৪টি ছয় আর চার ১টি হাঁকিয়েছেন তিনি। আফিফের স্ট্রাইক রেট যেখানে ২০০ সেখানে হৃদয়ের স্ট্রাইক রেট ছিলো ২১৩! মাত্র ৩১ বলের অবিচ্ছিন্ন জুটিতে ১০১ রান তুলেছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply