নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে হামলা চালিয়ে কয়েকশ’ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সেনা বিমানবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে ২শ’ শিশু। এখনও নিখোঁজ কমপক্ষে ৪শ’ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে করে হাইস্কুলটিতে আসে হামলাকারীরা। অনবরত ফাঁকা গুলি ছুড়তে থাকে তারা। প্রায় ৮শ’ শিক্ষার্থীর আবাস স্কুলে।
সেনাবাহিনীর মুখপাত্র জানান, গভীর জঙ্গলের মধ্যে সন্ত্রাসীদের আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা ধরে চলে বন্দুকযুদ্ধ।
কর্তৃপক্ষের দাবি, কোনো শিক্ষার্থী হতাহত হয়নি। আবাসিক স্কুলটিতে শিক্ষার্থী ছিল প্রায় ৮শ’। আতঙ্কে স্কুলে থাকা বাকি শিশুদের বাড়ি ফিরিয়ে নেয় অভিভাবকরা। হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বিহারী।
Leave a reply