‘ডু অর ডাই’ ম্যাচে জয় চায় মিরাজ

|

টি-টোয়েন্টি কাপের গ্রুপ পর্বে বেশ বড় পরীক্ষাই দিতে হয়েছিলো বরিশালের। টপ ফোরে জায়গা করে নিতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। আরও একটি বড় পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে ফরচুন বরিশাল।

একদিকে তামিম অসুস্থ অন্যদিকে রাত পোহালেই ঢাকার বিপক্ষে মাঠে নামতে হবে টুর্নামেন্টে ফাইনালে ওঠার মিশনে। এই ম্যাচে জিতলে শিরোপার কাছাকাছি যাবার স্বপ্ন বেঁচে থাকবে বরিশালের। তাই ঢাকার সাথে এক জমজমাট লড়াইয়ের আভাস দিলেন বরিশালের মেহেদি মিরাজ।

তিনি জানালেন, ডু অর ডাই ম্যাচে জয়ের বিকল্প আর কিছুই ভাবছেন না তারা। শেষ ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ায় নিজেদের এগিয়ে রাখছেন এই স্পিনার।

তিনি বলেন, আমাদের সেরাটা দিয়ে এই ম্যাচে জয় পেলেই ফাইনালের পথটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। পুরো বরিশাল দল বেশ ফুরফুরে মেজাজেই আছে বলে জানিয়েছেন মিরাজ।

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply