গোরস্থানের কমিটি নিয়ে মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

|

মাগুরা প্রতিনিধি:

গোরস্থানের কমিটি গঠনকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুরের বাবুখালি ইউনিয়নের আড়পাড়া গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষে মারাত্মক আহত ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ জানান, রোববার সকাল ও দুপুরে দু’দফা সংঘর্ষে আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর খান ও রইচ মোল্ল্যা সমর্থকদের মধ্যে স্থানীয় গোরস্থান কমিটি গঠনের দ্বন্দ্বে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, শাকেন মোল্ল্যা (৫০), মাসুদ রানা (৩২), সাহেব আলী (৬০), লিটন খান (২৬), কেরামত আলী (৪০), রোকনুজ্জামান খান (৩২), টোকন (২০), শাহিন (৪২), হাসান (৩২) ও ইকবাল (৩০)। গুরুতর জখম ইকবালকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply