ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগে বাধ্য করতে তার বাড়ি ঘিরে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের বরাতে হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে তারা অবস্থান করবেন। খবরে বলা হয়, শনিবার অন্তত দুই হাজার বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে সমবেত হন।
খবরে আরও বলা হয়, সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেন। তারা অঙ্গীকার ব্যক্ত করেন যে, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে তারা ঘরে ফিরবেন না।
উল্লেখ্য, টানা ২৫ সপ্তাহ ধরে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টারের পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ খেতাব দিয়েছেন।
জার্মানি থেকে সাবমেরিন কেনায় ২ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে আদালতে মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে।
Leave a reply