লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে যাত্রীবাহী বাস চালক ইসমাইল হোসেন সোহেলকে (২৯) বাসায় ডেকে নিয়ে এলোপাতাড়ি পেটানোর অভিযোগ উঠেছে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর হায়দার রিংকুর বিরুদ্ধে।
রোববার দুপুরে রায়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিজস্ব বাসায় ওই বাস চালককে আটকে রেখে মারধর করেন তিনি। পরে সন্ধ্যায় খবর পেয়ে আহত বাস চালককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবহন শ্রমিকরা।
আহত ইসমাইল হোসেন সোহেল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের বেলায়েত হোসেন মিন্টুর ছেলে। তিনি যাত্রীবাহী বাস আনন্দ পরিবহনের চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টার দিকে রায়পুর বাসস্ট্যান্ডে পার্কিং নিয়ে যাত্রীবাহী বাস বোগদাদ পরিবহন ও আনন্দ পরিবহনের শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর আনন্দ পরিবহনের চালক ইসমাইল হোসেন সোহেলকে নিজ বাসায় ডেকে নিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর হায়দার চৌধুরী রিংকু। পরে আহত চালককে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু বোগদাদ পরিবহনসহ রায়পুরের বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করেন। কিন্তু আনন্দ পরিবহনের শ্রমিকরা চাঁদা দেন না। তাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই চালককে এলোপাতাড়ি পিটিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, বাস চালককে বাসায় ডেকে নিয়ে মারধরের ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply