স্বাভাবিক হয়েছে ইউটিউব-জিমেইল-গুগল ড্রাইভ

|

বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর এখন আবারও স্বাভাবিক হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের কার্যক্রম। সোমবার সন্ধ্যা থেকেই ইউটিউবের সার্ভারে প্রবেশ করতে গেলে ‘সামথিং ওয়েন্ট রং…’ বার্তা প্রদর্শন করছিল। একই সমস্যা করেছে বহুল জনপ্রিয় ই-মেইল সার্ভিস ‘জিমেইল’ ও ক্লাউড স্টোরেজ সার্ভিস গুগল ড্রাইভের ক্ষেত্রেও। প্ল্যাটফর্মগুলোর সাময়িক সমস্যার কারণে বিড়ম্বনায় পড়ে অনেকে। তবে ঘণ্টাখানেকের মাঝেই স্বাভাবিক হয়ে আসে প্লাটফর্মগুলো।

তবে হ্যাকিং নাকি সার্ভারের ত্রুটি- ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এই জনপ্রিয় প্লাটফর্মগুলোর সেবা ব্যাহত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ব্যবহারকারীদের মাঝে। পূর্ব নির্ধারিত ভিডিও কর্মশালা ব্যাহত হওয়ায় নিবন্ধনকারীদের কাছে দুঃখপ্রকাশ করতেও দেখা গেছে আয়োজকদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply