Site icon Jamuna Television

কালীগঞ্জে মহিলা ইয়াবা ব্যবসায়ীসহ আটক দুই

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলা ইয়াবা ব্যবসায়ীসহ দু’জনকে আটক করেছে। মঙ্গলবার বেলা ১১টার সময় কালীগঞ্জ কলাহাটা মোড়ের জামাল উদ্দীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লাইজু খাতুন (২৪) ও সাইফুল ইসলাম (১৯)। মাদক ব্যবসায়ী দুইজন দীর্ঘদিন জামালের বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো বলে এলাকাবাসী জানান। লাইজু খাতুন কালীগঞ্জ আড়পাড়া মাঠ পাড়া গ্রামের আ. মাজেদের স্ত্রী ও সাইফুল ইসলাম ভোলা জেলার শশিভূষণ থানার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বেডরুম থেকে ৬৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার ৫শ’ নগদ টাকা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, বিজয়ের মাস ডিসেম্বরে কালীগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিলা মাদক ব্যবসায়ীসহ দু’জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

ইউএইচ/

Exit mobile version