ছিনতাইকারীর চাপাতির কোপে এনজিও নারী কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

|

নরসিংদীতে ছিনতাইকারীর চাপাতির কোপে এনজিও’র এক নারী কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত শান্তা আক্তারকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের মহিলা কলেজে রোডে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র মাঠ কর্মী শান্তা আক্তার ঋণের টাকা আদায়ের জন্য বের হয়েছিলেন। মহিলা কলেজ রোডে পৌঁছালে দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ব্যাগ কেড়ে নিতে চাইলে বাধা দেন শান্তা। এ সময় তার বাম হাতে চাপাতি দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। এতে শান্তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

তারা জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়।

ছিনতাইকারীরা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply