প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠক আজ।
বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠকটি প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলবে বলে জানা গেছে।
এ বৈঠকে দুই প্রধানমন্ত্রীর আলোচনায় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উঠে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ করে করোনাকালে দু’দেশের বাণিজ্য সহযোগিতা, সীমান্ত হত্যা বন্ধ ও অভিন্ন নদীর পানি বণ্টন বিষয় গুরুত্ব পাবে।
এছাড়া দুই প্রধানমন্ত্রী কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরমধ্যে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রুটে পুনরায় রেল চলাচল অন্যতম।
Leave a reply