যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড

|

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ প্রথমবারের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে দেশটিতে নতুন রেকর্ড হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি তথ্য অনুযায়ী, বুধবার করোনায় ৩ হাজার ৭০০ মৃত্যু এবং আড়াই লাখের বেশি সংক্রমণ নিয়ে ‘ডাবল রেকর্ড’ গড়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে প্রায় ১ লাখ ১৩ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে যা রেকর্ড সংখ্যক।

গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র এ পরিসংখ্যান দেখলো, যখন দেশটিতে করোনায় ৩ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যা গত এপ্রিলের রেকর্ড ছাড়িয়ে গেছে যখন দেশটিতে করোনা প্রথম হানা দিয়েছিল। সংক্রমণের ওই ধাক্কা পুরোপুরি কখনো বন্ধ হয়নি।

গত দুই সপ্তাহে ১৪ দিনের মধ্যে ১১ দিনই যুক্তরাষ্ট্রে করোনার দৈনিক সংক্রমণ দুই লাখের বেশি ছিল। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দেশটিতে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮৪ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৯৪ লাখ সংক্রমণ এবং ৩ লাখ সাড়ে ১৪ হাজারের বেশি মৃত্যু নিয়ে সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply