রাজধানীর জুরাইন থেকে প্রায় ৬০ লাখ দেশি-বিদেশি জাল মুদ্রাসহ নয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে কয়েক কোটি টাকার জাল মুদ্রা তৈরির সরঞ্জাম।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন এ তথ্য জানায় মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।
তিনি বলেন, শ্যামপুর থানার পশ্চিম জুরাইন থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে। এসময় ২৪ লাখ টাকার ভারতীয় রুপি, ৩৬ লাখ টাকার বাংলাদেশী মুদ্রা জব্দ করা হয়। এছাড়া কয়েক কোটি টাকার জাল মূদ্রা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।
পুলিশ জানায়, মূল হোতা জাকির হোসেন এর আগেও কয়েকবার ধরা পড়েছে। তার নামে ৫টি মামলা রয়েছে। তবে জেল থেকে বের হয়ে সে আবার এই ধরণের অপকর্ম জড়ায়।
Leave a reply