চাঁদ থেকে ‘পাথর ও মাটি’র নমুনা নিয়ে ফিরেছে চীনা মহাকাশযান চ্যাং-ই-ফাইভ

|

চাঁদ থেকে ‘পাথর ও মাটি’র নমুনা নিয়ে ফিরেছে চীনা মহাকাশযান চ্যাং-ই-ফাইভ। বৃহস্পতিবার ভোররাতে, দুই কেজি নমুনা নিয়ে মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে যানটি।

আজ রাতেই নমুনা নেয়া হবে চীনা রাজধানী বেইজিংয়ের গবেষণাগারে। পৃথিবীর আলো-বাতাসে নমুনা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই প্রথম কোনো চীনা নভোযান চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরলো।

২৪ নভেম্বর উৎক্ষেপণ করা চ্যাং-ই-ফাইভ এ মাসের ১ তারিখ চাঁদের নমুনা সংগ্রহ করে। চীনের এ সফলতায় অভিনন্দন জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply