বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপের ফাইনালে কাল শুক্রবার মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। লিগ পর্বের দুই ম্যাচেই অবশ্য খুলনা হেরে যায় চট্টগ্রামের বিপক্ষে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি সত্ত্বেও গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জ্বলে উঠতে মরিয়া জেমকন খুলনা। এ ম্যাচে মূলত খুলনার অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে চট্টগ্রামের তরুণদের লড়াই হবে।
আসরের শুরুতে আলোচনা না থাকলেও, টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম। এ পর্যন্ত আসরের ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে তারা। বিশেষ করে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটির দারুণ শুরু, তাদের জয়ের ভিত্তি গড়ে দিয়েছে প্রতিবার। আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজের আগুনে ফর্ম, ব্রেক থ্রুতে শরিফুলের ভূমিকা। সব মিলিয়ে তারুণ্য নির্ভর চট্টগ্রামের দিকে নজর থাকবে সবার।
ইউএইচ/
Leave a reply