আমাদের দুষ্ট ব্যবসায়ীরা অস্ত্র নিয়ে ভারতের ভেতরে ঢুকে গোলাগুলি করে বলেই সীমান্ত হত্যাকাণ্ড হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।
বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে বিষয়ে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। এসময়, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের সাথে ছিল বলে বিজয়টা দ্রুত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, সীমান্তে হত্যা রোধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে ভারত সরকার উদ্যোগ নেবে। বাংলাদেশের পক্ষ থেকেও ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করার কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের দুষ্ট ব্যবসায়ীরা অস্ত্র নিয়ে ভারতের ভেতরে ঢুকে গোলাগুলি করে। সেকারণে এগুলো ঘটছে।
মন্ত্রী আরও জানান, ভারত ৩ কোটি ভ্যাকসিন দেবে বাংলাদেশকে, যেটা জনগণকে ফ্রি দেয়া হবে।
Leave a reply