তুষ বোঝাই ট্রাক থেকে এক হাজার ছয়’শ বোতল ফেনসিডিল উদ্ধার

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাত ২টার দিকে ১ হাজার ৬২৪ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ ট্রাকের হেলপার সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করেছে। তবে ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার কারণে ট্রাকের চালক বুলবুলকে আটক করতে পারেনি পুলিশ। আটক ট্রাকের হেলপার সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার সফর উদ্দীনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে থানার এসআই ইউনুস আলী গাজি ও এসআই আব্দুর রশিদ রাত দেড়টার দিকে নস্তির মাঠ নামক স্থান থেকে ট্রাকটি ধাওয়া করে। পরে রাত আনুমানিক ২টার দিকে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড থেকে পুলিশ ট্রাকটি আটক করে। পরে ট্রাক তল্লাশি করে তুষ মালের ভিতর থেকে ১ হাজার ৬২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাতে ট্রাকটি ধাওয়া করে মহেশপুর বাসস্ট্যান্ড থেকে ট্রাকটি আটকের পর ট্রাক থেকে ১ হাজার ৬২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক বুলবুলকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply