মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে

|

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে। নভেম্বরে ২ লাখ ১ হাজার ইন্টারনেট গ্রাহক হারিয়েছে টেলিকম অপারেটররা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি’র প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে করোনা সংক্রমণ রোধে ব্যক্তিগত ও অফিসের প্রয়োজনে ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ে মানুষ। ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ে ২৮ লাখ ৬০ হাজার। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলমান থাকলেও ধীরে ধীরে নিয়মিত দিনযাপন শুরু করেছে মানুষ, এতে কমেছে অনলাইন নির্ভরতা।

প্রতিবেদনে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এ নিয়ে দ্বিতীয় মাসের মত অক্টোবর মাসে কমেছিল ৩ লাখ ৭২ হাজার গ্রাহক। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকসংখ্যা ৮৬ লাখ ৫৬ হাজারেই অপরিবর্তিত রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply