বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণে কোটির অঙ্ক পার করেছে ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র এই কোটি সংক্রমণের তালিকায় ছিল।
শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট সংক্রমিত ১ কোটি ৪ হাজার ৮২৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ১৭১ জন।
অবশ্য দেশটিতে দৈনিক সংক্রমণ কমে এসেছে। বুধবার সংখ্যাটি ১৮ হাজারে নেমে আসলেও শুক্রবার তা প্রায় ২৭ হাজারে গিয়ে ঠেকে। একসময় দক্ষিণ এশিয়ার দেশটিতে লাখে গিয়ে ঠেকেছিল সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ৯৯১ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩৪২ জন।
Leave a reply