পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন মোহাম্মাদ ওয়াসিম

|

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মাদ ওয়াসিম। ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়াসিমকে এই দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই শুরু হবে তার দায়িত্ব।

এর আগে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার ও কোচ মিসবাহ-উল-হক প্রধান নির্বাচক হিসেবে সরে দাঁড়ানোর পর সপ্তাহ তিনেক ফাঁকা ছিল এই পদটি। গত এক বছর ধরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন মিসবাহ।

গেল ৩০ নভেম্বর প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে অফিসিয়ালি সরে দাঁড়ান পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। তিনি সরে যাবার পর প্রধান নির্বাচকের দায়িত্বে অন্তর্বর্তীকালীন হিসেবে ছিলেন মোহাম্মদ আকরাম।

এদিকে, ৪৩ বছর বয়সী ওয়াসিম দ্বিতীয়বারের মতো নর্দান ক্রিকেটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া পাকিস্তানের জাতীয় দলের হয়ে ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত খেলেছেন ১৮ টেস্টে হয়েছেন ৭৮৩ রানের মালিক। এছাড়া টেস্টে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। আর ২৫ ওয়ানডেতে তার সর্বমোট রান ৫৪৩।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply