জানুয়ারিতে উইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি। তবে এ পদে উপমহাদেশের কেউ নন, বিসিবির পছন্দ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোন কোচ। এদিকে ৩১ ডিসেম্বর বিসিবি’র সাথে চুক্তি শেষ হতে যাওয়া দুই নির্বাচক মিনহাজুল ও বাশারের সাথে নবায়ন হচ্ছে বিসিবির চুক্তি। নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
নেইল ম্যাকেঞ্জির হঠাৎ চলে যাওয়ায় শূন্য বাংলাদেশের ব্যাটিং কোচের পদ। আগস্টে নিয়োগ দেওয়া হয়েছিল ক্রেইগ ম্যাকমিলানকে। পারিবারিক কারণ দেখিয়ে তিনিও আসেননি। করোনায় কোন খেলা না থাকার কারণে এতদিন নীরব ছিলো বিসিবি। তবে জানুয়ারিতে ঘরের মাঠের উইন্ডিজ সিরিজ নিশ্চিত, নতুন করে দলের ব্যাটিং গুরুর সন্ধানে বোর্ড। সেই তালিকায় নেই ম্যাকমিলান। সেই সাথে বিবেচনায় নেই উপমহাদেশের কাউকেই। পছন্দে অগ্রাধিকার আছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোচদের।
এদিকে ৩১ ডিসেম্বর বিসিবির সাথে চুক্তি শেষ হচ্ছে দুই নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনের। তাদের সাথে চুক্তি নবায়ন হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আপাতত না হলেও ঘরোয়া টুর্নামেন্টের আগে নতুন আরও একজন নির্বাচক নিয়োগ দিতে চায় ক্রিকেট অপারেশন্স।
জানুয়ারিতে ঘরের মাঠে উইন্ডিজ সিরিজের পর মার্চে নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। নিউজিল্যান্ড থেকে ফিরেই এপ্রিলে শ্রীলঙ্কা সফর। জাতীয় দলের সব সূচী প্রায় চূড়ান্ত করার পর এবার এ দলের সিরিজ নিয়ে কাজ শুরু করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স।
Leave a reply