Site icon Jamuna Television

করোনার টিকা নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

করোনার টিকা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার দেশটিতে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরুর পর প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিলেন তিনি। ফাইজার-বায়োএনটেকের তৈরি প্রতিষেধক প্রয়োগ হয়েছে তার শরীরে।

নেতানিয়াহু বলেন, জনগণকে উৎসাহিত করতেই প্রথম টিকাটি নিজেই নিয়েছেন তিনি। কার্যক্রম শুরুর প্রথম দিনে টিকা নিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালকসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাও।

গত সপ্তাহেই ইসরায়েলে পৌঁছায় টিকার প্রথম চালান। অর্ডার করা হয়েছে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও। চলতি বছরের মধ্যেই ২০ শতাংশ জনগণের জন্য প্রয়োজনীয় টিকার ডোজ সংগ্রহের পরিকল্পনা ইসরায়েল সরকারের।

ইউএইচ/

Exit mobile version