Site icon Jamuna Television

স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এইদিনে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখায় অসংখ্য পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হয়েছিলেন স্যার ফজলে হাসান আবেদ। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, অশোকা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তিনি ২০১০ সালে ব্রিটেনের রানী ও ২০১৯ সালে নেদারল্যান্ডসের রাজা কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হন।

২০১০ সালে জাতিসংঘ মহাসচিব, স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়নের লক্ষ্যে গঠিত পরামর্শদাতা দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন তাকে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে।

ইউএইচ/

Exit mobile version