Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে অতিরঞ্জিত করছে গণমাধ্যম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে অতিরঞ্জিত করছে গণমাধ্যম। শনিবার টুইটবার্তায় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা নিয়ে এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি।

তিনি জানান, বিষয়টি নিয়ে অবগত আছেন এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহ তালিকার শীর্ষে রাশিয়া হলেও, চীনের জড়িত থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন নির্বাচনের ভোটিং মেশিনে হ্যাকারদের প্রভাব থাকতে পারে বলেও সন্দেহের কথা জানান ট্রাম্প। আবারও নিজেকে নির্বাচনে বিজয়ী হিসেবে দাবি করেন।

সম্প্রতি নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাকিংয়ের কবলে পড়েছে বেশ কয়েকটি সরকারি সংস্থা। যার মধ্যে পরমাণু অস্ত্র তদারক করা প্রতিষ্ঠানও আছে।

ইউএইচ/

Exit mobile version