Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ’র প্রায় ১২ কোটি রুপির সম্পত্তি জব্দ

অর্থ কেলেঙ্কারির অভিযোগে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ’র প্রায় ১২ কোটি রুপির সম্পত্তি জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, জম্মু কাশ্মিরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। ২০০৫-২০১১ সাল পর্যন্ত অঞ্চলটির ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রায় ১১০ কোটি রুপি নিয়েছিলেন তিনি। কিন্তু সেই অর্থ তিনি যথাযথ কাজে ব্যবহার করেননি।

অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে দুটি বাড়ি, তিনটি প্লট ও জায়গা। এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন তার ছেলে ওমর আব্দুল্লাহ।

ইউএইচ/

Exit mobile version