Site icon Jamuna Television

যুদ্ধাপরাধী ও পাক বাহিনীর মত বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের নির্মূল করা হবে: কৃষিমন্ত্রী

যুদ্ধাপরাধী ও পাক বাহিনীর মত বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার সকালে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অশুভ শক্তি যারা দেশের উন্নয়ন,প্রগতিকে স্বীকার করে না তার আজ পুরনো খেলায় মেতে উঠেছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অবমাননা মানে গোটা জাতির অবমাননা। তাই যেকোনো মূল্যে ভাস্কর্য বিরোধী মৌলবাদী শক্তিকে দমন করা হবে, মৌলবাদী দোসরদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের বিকল্প নেই।

তিনি বলেন, সরকার ধৈর্য ধারণ করেছে বলে এটা ভাবার সুযোগ নেই যে সরকার দুর্বল। স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করা হবে বলে জানান কৃষি মন্ত্রী।

Exit mobile version